Print Date & Time : 13 September 2025 Saturday 2:49 pm

যশোরে দূর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা খুন

যশোরের মনিরামপুর উপজেলায় দূর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা উদয় শংকর বিশ্বাস (৪৬) খুন হয়েছেন।
নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি পাঁচাকড়ি গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে। নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের প্রভাষক ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঁচাকড়ি বৈকালি মোড়ে একটি চায়ের দোকানে দুইজন যুবক মোটরসাইকেল চালিয়ে এসে চা পান করেন। তাদের একজনের মাথায় হেলমেট পরিহিত ছিল। দোকানের লোকজন পরিচয় জানতে চাইলে তারা খুলনার ফুলতলা এলাকা থেকে এসেছেন বলে জানান। অপরিচিত ওই দুই যুবকই যুবলীগ নেতাকে গুলি করে পালিয়ে গেছে। প্রথমে ধারণা করা হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মোটরসাইকেল থেকে পড়ে গেছেন উদয় শংকর। পরে অ্যাম্বুলেন্সে ওঠানোর পর তার দেহের ডানপাশে পিছনে রক্ত দেখা গেছে।

অন্য একটি সূত্র জানিয়েছে ,টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সম্প্রতি তিনজন কর্মচারী নিয়োগ হয়েছে। এ সংক্রান্ত বিরোধে যুবলীগ নেতা উদয় শংকর খুন হতে পারেন ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন ও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘কি কারণে কলেজ শিক্ষককে খুন করা হয়েছে, তা অনুসন্ধানে পুলিশ কাজ করছে। মরদেহ খুলনা জেনারেল হাসপাতালে রয়েছে

দৈনিক দেশতথ্য//এইচ//