নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোর সদরের চাঁচড়া মধ্যপাড়া মসজিদের সামনে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে জয়নাল আবেদীন (৪২) নামে এক মুদি দোকানী গুরুত্বর আহত হয়েছেন।আহত জয়নালকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়নাল আবেদীন চাঁচড়া মধ্যপাড়ার জামশেদ মোল্লার ছেলে।
ভুক্তভোগী পরিবার জানায়, রাতে দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রাহুলসহ ৩-৪ জন মিলে বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের কর্মরত ডাক্তার আল মামুন জানান, জয়নাল আবেদীনের বুকে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত ও রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এরকমের ঘটনা আমাকে জানায়নি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ ফেব্রুয়ারি ২০২৪