Print Date & Time : 25 August 2025 Monday 2:23 pm

যশোরে পরকীয়ার জেরে যুবক খুন

নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোরে পরকীয়ার জেরে তৌফিক হাসান (২৬) নামে এক যুবক খুন হয়েছেন ।

ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখাল জামতলা এলাকায় ।

নিহত কৃষ্ণনগর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। তবে পুলিশ বলছে ,পরকিয়া ঘটিত বিষয়ে খুন হয়েছে ।

এলাকাবাসী ও নিহতের পরিবার বলছে, তৌফিকের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। নিহতের বাবা শাহাদাত জানান, আফিল এগ্রোর মুরগি খামারে কাজ করতেন তৌফিক হোসেন। খামারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কাটাখাল জামতলা এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে পাঠানো হয় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, সকালে তৌফিক হোসেন নামে আফিল এগ্রো ফার্মের এক শ্রমিক খুন হয়েছেন। এ হত্যাকান্ডের সাথে পরকীয়া প্রেমের ঘটনা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

দৈনিক দেশতথ্য//এইচ//