নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোর জেলার মণিরামপুর উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের করুণ মৃত্যু খবর পাওয়া গেছে ।
ঢাকুরিয়া বারপাড়া গ্রামে গ্রামের শহিদুল ইসলামের সন্তান। হতভাগা দুই শিশুর নাম সামিয়া খাতুন (৪) ও সাহাবিদ জিম (৩)।
বারপাড়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাথী বেগম বলেন, দুপুরে দুই ভাই-বোন বাড়িতে খেলছিল। তাদের বাবা মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ সন্তানদের না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের ঘাটে নেমে খুঁজতে গিয়ে একটি হাতের সন্ধান পান বাবা শহিদুল। পরে হাত টান দিতেই দেখেন মেয়ে সামিয়া।তার হাত ধরে আছে ছেলে সাহাবিদ। তখন দুই সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্কুল শিক্ষক বাবা।
ইউপি সদস্য সাথী বেগম আরও বলেন, শিক্ষক শহিদুলের এই দুই সন্তান ছাড়া আর কোন সন্তান নেই। একসাথে ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post