নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলার বড়পোদাউলিয়া গ্রামে বজ্রপাতে আব্দুল মালেক পাটোয়ারী (৬৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আব্দুল মালেক পাটোয়ারী বড়পোদাউলিয়া গ্রামের মৃত ওমর পাটোয়ারীর ছেলে। তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার সময় কৃষক আব্দুল মালেক পাটোয়ারী মাঠে ধান দেখতে যান। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপ পরিদর্শক (এসআই) বাণী আদম জানান, এ ধরনের কোনো সংবাদ আমরা এখনো পাইনি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post