বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ও তার ভাই সিরাজের বাড়িতে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
এতে কেউ আহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্রে জানিয়েছে, শনিবার রাত ১১ টার দিকে ৭/৮টি মোটরসাইকেলে মুখোশধারী একদল দুর্বৃত্ত বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় বিকট শব্দ ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
এসময় মন্ত্রীর ভাই সিরাজের বাড়িতেও বোমা হামলা করে।দুর্বৃত্তরা ওই স্থানে একটানা ১৫/১৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে জেল রোড, সেন্ট্রাল রোড ও জনতা হসপিটালের সামনে দিয়ে পালিয়ে যায়।
এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট তরিকুল ইসলামের বাড়ি ভাংচুর করা হয়। এছাড়া ২০১৫ সালে ৫ মার্চ তরিকুল ইসলামসহ পাঁচজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে। বিএনপি নেতারা জানিয়েছেন গত এক দশকে প্রয়াত তরিকুল ইসলামসহ যশোরের শীর্ষনেতাকর্মীদের বাড়িতে ৭ বার বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ভাংচুর করা হয়েছে ১১ বার।
যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে সুমিত সাংবাদিকদের বলেন, বিএনপির ডাকা হরতালের আগের দিন এভাবে বাড়িতে বোমা হামলা করে ভীতি সৃষ্টি করা সভ্য সমাজের কাজ হতে পারে না এঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলে
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post