নিজস্ব প্রতিনিধি (যশোর)
যশোরের অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেন (৩২) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।রোববার রাত ১০ টার সময় নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ হোসেন উপজেলার নওয়াপাড়া সরদারপাড়া এলাকার মোঃ সাহাবুল ইসলামের ছেলে ও নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সুত্রে বলছে, রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে বাড়ির কাছাকাছি পৌঁছালে ওৎ পেতে থাকা কতিপয় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে এলাকাবাসী উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের ভাই ফরহাদ রেজা বলেন, রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে তরফদার পাড়ার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন মুরাদ। পথে কবরস্থানের কাছে গেলে তার ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে তিনি মারাত্মক জখম হন।
নিহতের বাবা সাহাবুল ইসলান বলেন, রাজনৈতিক পদ-পদবি কারণে আমার ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করা হলো। আমার ছেলের কাছে এই এলাকার কেউ বিপদে পড়ে এসে কোনোদিন ফিরে যায়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত মরদেহ খুলনায় রয়েছে। ময়নাতদন্ত হওয়ার পর মরদেহ আসবে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post