Print Date & Time : 14 September 2025 Sunday 4:34 am

যশোরে যু্বককে হত্যা চেষ্টা

নিজস্ব প্রতিনিধি (যশোর):
যশোরে পূর্ব শত্রুতার জেরে ইটের আঘাতে যুবককে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার রাত নয়টা ৪৫ মিনিটে শহরের বারান্দীবউ বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত তাসিম ওই এলাকার মোহনের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতের স্বজন জানিয়েছেন, তাসিম একা হেটে যাচ্ছিলেন। এমন সময় জাকিরের ছেলে মিরাজসহ অপরিচিত ৩/৪ যুবক তাসিমকে লক্ষ্য করে ইট দিয়ে আঘাত করে।

পরে স্থানীয়রা তাসিমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।পূর্বশক্রতার জেরে তাসিমকে মারার পরিকল্পনা করছিলো মিরাজসহ অন্যরা। তার জেরে পূর্বপরিকল্পিতভাবে তাসিনকে ইটদিয়ে আঘাত করে হত্যা চেষ্টা চালিয়েছে।
এদিকে, এঘটনার পর এলাকায় দুই গ্রুপের উত্তেজনা বিরাজ করছে।

কোতোয়ালি থানা ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//