নিজস্ব প্রতিনিধি (যশোর)বান্ধবীকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর আহমেদ (১৯) নামে যুবক নিহত ও মোটরসাইকেলে থাকা বান্ধবী মালিকরা (১৮) আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল ৫ এপ্রিল রাত ৯টার দিকে যশোর শহরের বেজপাড়ায় এমএসটিপি বালিকা বিদ্যালয়ের পিছনে এ দুঘর্টনা ঘটে।
নিহত তানভীর আহমেদ শহরের কারবালা পুকুর পাড় এলাকার এসএম বকুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বেজপাড়া এলাকা থেকে তানভীর মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালিয়ে শহরের দিকে আসছিলেন। হঠাৎ করে স্পিডব্রেকার দেখে গতি কমানোর চেষ্টা করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে দেওয়ালে ধাক্কা খেয়ে তানভীর ঘটনাস্থলে মারা যান। আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা তার বান্ধবী মালিহা। নিহত তানভীর শহরে কারবালা এলাকায় মামার বাড়িতে থেকে লেখাপড়া করতে। সে এমএম কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই লিটন জানান, এমএসটিপি স্কুলের দক্ষিণ গেটের পাশে এই দুর্ঘটনা ঘটেছে। এতে কলেজছাত্র তানভীর নিহত ও ছাত্রী মালিহা আহত হয়েছেন।
দৈনিক দেশতথ্য//এইচ//