Print Date & Time : 25 August 2025 Monday 8:32 am

যশোরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (যশোর):
যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় শান্তি বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত শান্তি বিশ্বাস উপজেলার দিঘলসিংহা গ্রামের স্বর্গীয় নিশান বিশ্বাসের ছেলে। ছুটিপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, শান্তি বিশ্বাস চৌগাছা বাজারে খুচরা মাছ ব্যবসায়ী ছিলেন। কয়েক বছর ধরে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি বুধবার বিকাল ৪টার দিকে ছুটিপুর বাজারে সড়ক পার হচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//