Print Date & Time : 24 August 2025 Sunday 10:23 am

যশোরে হীটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (যশোর): যশোরে তীব্র গরমে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে আহসান হাবিব (৩৮)নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু খবর পাওয়া গেছে।
আহসান হাবীব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কমার্সের শিক্ষক ছিলেন।

শিক্ষক আহসান হাবিবের সহকর্মিরা জানায়, প্রচন্ড গরমের মধ্যেও সকালে মাঠে কাজ করতে যান। এসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।হাবিবুর রহমান শুধু বলতে থাকে আমার বুকে ব্যথা শরির জ্বলে যচ্ছে পুড়ে যাচ্ছে। এর ঘন্টা দুয়েক পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবিব আজ সকালে মাঠে কাজ করে ৯টার দিকে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার হাসিব মোহাম্মদ আল হাসান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//