নিজস্ব প্রতিনিধি (যশোর) : কৃষকদের দেওয়ার জন্য সরকারি ২০ বস্তা হামিদপুর বাজারে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে ।
উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে কোতয়ালি থানার ওসি (অপরাশেন) পলাশ কুমার বিশ্বাস ও চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইজচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
সূত্র জানায়, ২০ বস্তা সরকারি এমওপি সার নিয়ে বাজারের নয়ন এন্টারপ্রাইজে আসেন। সার, সিমেন্ট ও কীটনাশক বিক্রেতা শাহাবউদ্দিন আহম্মেদের দোকানে ওই সার পৌঁছালে স্থানীয়রা খবর পেয়ে দোকান ঘেরাও করে। এ সময় চরম হট্টোগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় চানপাড়া ফাঁড়ি ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় কৃষকদের অভিযোগ-চেয়ারম্যান সোহরাব হোসেন তার একটি গুদামে ওই এমওপি সার গোপনে রেখেছিলেন। কয়েকদিন আগে কৃষকদের মধ্যে ওই সারের সৎসামান্য বিতরণ করা হয়। অনেক কার্ডের অনুকুলে সার না দিয়ে কালোবাজারী করে আসছিলেন চেয়ারম্যান। যেকারণে অনেক কৃষক সুযোগ খুঁজছিলেন হাতে-নাতে ধরার।জব্দ করা সার কৃষি প্রণোদনার। বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করার জন্য সরকার বরাদ্দ দিয়ে আসছে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) পলাশ কুমার বিশ্বাসকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান, ‘এটা বিএডিসির বস্তায় সরকারি সার। স্থানীয় জনতার সন্দেহ ওটা কৃষকদের জন্য সরকারি বরাদ্দের সার। আর জনতার অভিযোগে তিনিসহ পুলিশের টিম ঘটনাস্থলে যান।
অপর দিকে ,যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ২৮ বোতল বিদেশি মদসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
আটক আসামীরা হলেন, যশোরের ঝিকরগাছা থানার হাড়িয়াদেওয়া গ্রামের মোল্লাপাড়ার স্বপন হোসেন সুজন (৩২) সজীব হোসেন সোহান (২৪) সাব্বির হোসেন সৈকত (২০) রাহাত হোসেন রকি (১৯) সর্বথানা ঝিকরগাছা যশোর।
ঝিকরগাছা পুলিশ জানায়,ঝিকরগাছা থানাধীন পারবাজার থানা মোড়স্থ যশোর টু বেনাপোলগামী হাইওয়ে রাস্তার বাম পার্শ্বে সোনালী ব্যাংক, পারবাজার শাখার সামনে নাভারণ হতে ছেড়ে আসা যশোর গামী লোকাল বাসের যাত্রীবেশী ৪ মাদক কারবারিকে আটক করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন ভূইয়া জানান,আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-১৫/১৫, তারিখ-১৫/০১/২০২৪ খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post