নিজস্ব প্রতিনিধি,যশোর :
যশোর সদরে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুই যুবককে।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় চুড়ামনকাটির বাজিয়াটোলা গ্রামে কুয়েত প্রবাসী মেহের আলী (৪৭) কে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি গত ২৪ জুলাই তিনি দেশে এসেছেন ।
স্বজনরা জানান, রাতে তিনি বাড়ির দরজা আটকে গিয়েছিলেন। এমন সময় দূর্বৃত্তরা তাকে গুলি করে। যা তার মাথায় লাগে। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। লাশ বর্তমানে মর্গে রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় জানানো হয়েছে। এবং দুইজনকে সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
এ বিষয়ে যশোর ২৫০ শ্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালের জরুরী বিভাগের ডাক্তার রেজওয়ান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাথা দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে।
অপরদিকে,যশোরের আড়পাড়া গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর হোসেন মিথু (৩৩)। তিনি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া বিলপাড়া গ্রামের মোদাচ্ছের হোসেনের ছেলে।
শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে গ্রামের মাঠের মধ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।
গ্রামবাসী ও পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে গ্রামের লোকজন মাঠে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় মাঠের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার ও কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর হোসেন মিথুর মৃতদেহ শনাক্ত করে।
স্থানীয়রা জানিয়েছে, মৃত মিথুর ভাই ডিটু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
দেশতথ্য//এইচ//