নিজস্ব প্রতিনিধি (যশোর)
যশোরে শহরের রেলগেট এলাকায় আধিপত্য বিস্তার বিরোধে হত্যাসহ ৩২ মামলার আসামি রমজান আলী (৩২)কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (৮ মার্চ) রাত দশটার দিকে শহরের রেলগেট এলাকায় বাবুর দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত রমজান আলী একই এলাকার মাদক দম্পতি রেখা-ফায়েকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বোমাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে।
নিহত রমজানের পরিবারের সদস্যরা জানিয়েছে, রমজান আলী গতকাল রাত ১০টার দিকে নিজ বাড়ির সামনে হাঁটাচলা করছিলেন। এ সময় চোরমারা দিঘির পাড় এলাকার পিচ্চি রাজার নেতৃত্বে একদল লোক কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.খন্দকার রেজওয়ান জামান বলেন, রাত ১০টার পর রমজানকে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়। রমজান আলীর বুকে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, শহরের রেলগেট এলাকায় রমজান আলীকে অজ্ঞাতনামা আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে মারা যান। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
দৈনিক দেশতথ্য//এইচ//