নিজস্ব প্রতিনিধি(যশোর)
যশোর শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃত শহিদুল্লাহ ও সুমন নামেদের বাড়ি যশোরের শার্শা উপজেলায়।
আটককৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।
সাংবাদিকদের যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে ঢাকা থেকে বেনাপোলে যাচ্ছে সোনা চোরাকারবারীরা এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুর আনুমানিক ২টার দিকে একটি সন্দেহজনক প্রাইভেটকারের তল্লাশি চালিয়ে ৩২ পিস সোনার বার উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post