Print Date & Time : 14 September 2025 Sunday 1:56 am

যশোরে ৬টি আসনে নৌকার মাঝি হতে চান ৬৪ জন

যশোরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছেন ৬৪ জন।

ইতোমধ্যে অধিকাংশ মনোনয়নপ্রত্যাশী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রতি আসনে গড়ে ১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদিকে, এত মনোনয়ন প্রত্যাশীর কারণে আওয়ামী লীগের ঘাঁটি যশোরে নতুন করে লবিং-গ্রুপিং চাঙা দিয়ে উঠতে পারে-এমনটিই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক সূত্রের দাবি-২০০ আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করে রেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোয়েন্দা ও দলীয় সার্ভে প্রতিবেদন থেকে যাচাই-বাছাই করে শেখ হাসিনা প্রস্তুত করেছেন শর্টলিস্ট। সূত্রমতে, যেসব প্রার্খী একাধিকবার দলীয় মনোনয়নে এমপি হয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন, কপোতাক্ষ, ভবদহ ও ভৈরব নদের খননকে পুঁজিয়ে করে ও নিয়োগ বাণিজ্য করে টাকার কুমির বনে গেছেন তারা এবার দলীয় টিকিট পাবেন না। এরবাইরে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অস্ত্র-মাদক কারবারে জড়িত এবং গ্রুপ রাজনীতির মাধ্যমে দলীয় প্রতিপক্ষ হত্যায় জড়িত, তাদের মনোনয়ন দেবেন না শেখ হাসিনা। সবমিলিয়ে যশোরে বেশ কয়েকজন নতুন মুখ পেয়ে যেতে পারেন নৌকার টিকিট।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যশোর সংসদীয় শার্শা-১ আসনে ৪, ঝিকরগাছা-চৌগাছা-২ আসনে ১৮, সদর-৩ আসনে ৬, বাঘারপাড়া- অভয়নগর-৪ আসনে ১৩, মণিরামপুর-৫ আসনে ১৪ এবং যশোর-৬ কেশবপুর আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

যশোরে যারা মনোনয়নপত্র কিনেছেন

আসন যশোর-১ শার্শা
শেখ আফিল উদ্দিন, নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা কনক, আশরাফুল আলম লিটন।শাহাজাহান আলী গোলদার,

যশোর-২ চৌগাছা- ঝিকরগাছা
মোহাম্মদ আলী রায়হান, রফিকুল ইসলাম, মোস্তফা আশীষ ইসলাম, মনিরুল ইসলাম, গিলবার্ট নির্মল বিশ্বাস, কামাল হোসেন বিশ্বাস, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, মঞ্জুনাহার নাজনীন সোনালী, আব্দুস সালাম, নাসির উদ্দিন, মনিরুল ইসলাম, তৌহিদুজ্জামান, এসএম হাবিবুর রহমান, এবিএম আহসানুল হক, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, মোস্তফা আনোয়ার পাশা।

যশোর-৩ সদর
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মোবাম্বের হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার রহমান দিপু।

যশোর-৪ অভয়নগর- বাঘারপাড়া
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, আরশাদ পারভেজ, মোহিত কুমার নাথ, সন্তোষ কুমার অধিকারী, এসএম আশরাফুল কবীর, রবিন অধিকারী, সরদার অলিয়ার রহমান, নিকুঞ্জ বিহারী গোলদার, শাহ ফরিদ জাহাঙ্গীর, আলমগীর হোসেন রাজীব, শেখ আব্দুল ওহাব, সোলোয়মান হোসেন বিশ্বাস, এনামুল হক বাবুল।

যশোর-৫ মণিরামপুর
ফারুক হোসেন, হুমায়ুন সুলতান, নাজমা খানম, শহিদুল ইসলাম মিলন, লেখক ভট্টাচার্য্য, নিতাই কুমার বৈরাগী, এসএম ইয়াকুব আলী, স্বপন ভট্টাচার্য, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আমজাদ হোসেন লাভলু, সুশান্ত কুমার মন্ডল, কামরুল হাসান বারী, জয়দেব নন্দী।

যশোর-৬ কেশবপুর
এইচএম আমির হোসেন, কাজী রফিকুল ইসলাম, শাহীন চাকলাদার, শেখ আব্দুর রফিক, এসএম এবাদত সিদ্দিক বিপুল, নওরীন সাদেক, হোসাইন মোহাম্মদ ইসলাম, তাপস কুমার দাশ, আজিজুল ইসলাম, প্রশান্ত বিশ্বাস।

দৈনিক দেশতথ্য//এইচ//