যশোরে তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার দুপুর ১২টা পর্যন্ত ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আসনগুলো হচ্ছে যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর)।
যশোর-৩ (সদর) আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথসহ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ কার্যক্রম উপস্থিত থেকে তদারকি করছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান এবং যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ।
দৈনিক দেশতথ্য//এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post