Print Date & Time : 23 August 2025 Saturday 5:55 pm

যশোর অপহৃত ফারুক হত্যা, আটক ৩

শার্শা থেকে অপহৃত ওমর ফারুক ওরফে সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে মাক্রোবাসসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

ঢাকার শাখারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো, ঢাকার শাখারীবাজার এলাকার ডালিম কুমার দাস (৩৩), অঞ্জন নিয়োগি (৪৯) ও ফকিরাপুলের রিয়াজ (৩৮)।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তিন কোটি টাকা মূল্যের স্বর্ণের বার আত্মসাতের অভিযোগে গত ১১ নভেম্বর সোনা চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক বেনাপোল থেকে টেংরালী গ্রামের ওসমান গনির ছেলে ওমর ফারুক ওরফে সুমনকে (২৬) অপহরণ করে হত্যা করে‌।
ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামিদের মোবাইল তথ্যের ভিত্তিতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোনা চোরাকারবারীদের ২৫টি বার ৩ কেজি সোনা খোয়া যাওয়ায় সোনা চোরাকারবারী চক্রের কামাল গং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে সোনা না পেয়ে তাকে পিটিয়ে হত্যা করে লাশ মাগুরা জেলার সদর উপজেলার রামনগর গ্রামের এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামিদের মোবাইল তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//