Print Date & Time : 23 August 2025 Saturday 12:08 pm

যশোর আ’লীগ নেত্রীর ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, পুলিশ সুপারকে স্মারকলিপি


নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়াম পাড়াটিতে যেখানেই অপরাধ-অপকর্ম হেন কোনো অপরাধ নেই যেখানে তাঁর নাম উঠে আসে না। এই ব্যক্তি সাকিব ইকবাল (২০)।
তিনি যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমির ছেলে। পুলিশ বলছে, হত্যা টেষ্টা, মাদকসহ একাধিক মামলার আসামি তিনি।

প্রাপ্ত সূত্র জানিয়েছে, বেপরোয়া সাকিবের বিরুদ্ধে অভিযোগ দিলেও বিচার না হওয়ায় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নাজেহাল হওয়া এলাকাবাসী। বিভিন্ন শ্রেণী পেশার ৭১ জন এলাকাবাসীর গণস্বাক্ষরকৃত অভিযোগটি গ্রহন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলার হোসাইন। যার অনুলিপি প্রদান করা হয়েছে স্বরাষ্টমন্ত্রী, স্থানীয় সংসদ, মহাপুলিশ পরিদর্শক, ডিআইজি, জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন ৮টি দপ্তরে।

দীর্ঘদিন যাবত মহিলা আওয়ামী লীগের নেত্রী নওশিন সুলতানা সুমির পুত্র সাকিব ইকবাল (২০) দীর্ঘদিন ধরে স্টেডিয়াম পাড়ায় পৌরহকার্স মার্কেট, স্টেডিয়াম পাড়া ও খড়কী এলাকাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজী, মাদক ও ছিনতাই

বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তাদের নামে হত্যা প্রচেষ্টার মামলাসহ একাধিক রয়েছে। গত ১৬ জুন রাত ১২ টার দিকে

মনিরুল ইসলাম মুন্না নামে একজন কলেজ শিক্ষককে যশোর পৌরহকার্স মার্কেটের সামনে হেঁটে যাওয়ার সময় সাকিব ইকবারের নেতৃত্বে আশিক ইকবল, ইব্রাহিম সহ ১০/১২ জনের একটা সন্ত্রাসী দল ছিনতাই ও হত্যার উদ্দেশ্যে তাকে চাপাতি ও দেশিয় অস্ত্র বার্মিজ চাকু দিয়ে প্রচন্ড আঘাত করে, এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত হয়।

সাকিব ইকবাল নেতৃেত্বে এক সন্ত্রাসী বাহিনী প্রতিদিন ৪ থেকে ৫টি মটর সাইকেলসহ বহিরাগতরা গভীর রাত পর্যন্ত পৌরহকার্স মার্কেট, পৌরপার্ক গেট, স্টেডিয়াম পাড়া, খড়কী এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ২৫ জুন রাতে মদ্যপান ও মাতাল অবস্থায় যশোর শামসুল হুদা-স্টেডিয়াম- এর নাইট গার্ড রয়েল হোসেনকে বেদম প্রহার ও অমানসিক নির্যাতন করে। যশোর স্টেডিয়াম পাড়ার সাবেক অবসর প্রাপ্ত হিসাব কর্মকর্তা নুরুল হককে সন্ত্রাসী আশিক ইকবাল হত্যার হুমকি প্রদান করে।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত যুবকের মা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমি। তিনি বলেন, ‘স্থানীয় একটি চক্র রাজনীতিকভাবে উদ্শ্যেমূলকভাবে আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। সেটা সত্য নয়। আমার ছেলে পড়াশোনা করেন স্থানীয় একটি কলেজে। বিভিন্ন সময়ে তার রাজনীতিকভাবে মামলার আসামি থাকলেও সে জামিনে রয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//