নিজস্ব প্রতিনিধি( যশোর ): যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতিদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৫জন আহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) কারাগারের নিউজেল এলাকায় এ ঘটনা ঘটে।
কারা কর্তৃপক্ষের দাবি পূর্ব কোন্দলের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে।
কারা সূত্র মতে, কারা অভ্যন্তরের নিউজেল এলাকার সামনে যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব ও তার প্রতিপক্ষ সন্ত্রাসী সম্রাটের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। শেষমেষ তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত পাঁচজন আহত হয়। পরবর্তীতে হুইসেল বাজিয়ে কারারক্ষীরা ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই কারারক্ষী জখম হয়েছেন। আহতদেরকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মূলত কারাগারে মোবাইল ফোনে কথা বলা নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়।তার দাবি অনৈতিক উপায়ে দীর্ঘদিন ধরেই কারা অভ্যন্তরে থেকে মোবাইল ফোনে বাইরে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক অসীম কান্ত পাল। কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত সাত-আটজনকে চিহ্নিত করেছেন। এদের মধ্যে কয়েকজনকে পৃথক স্থানে রাখা হয়েছে। অন্যদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।
এ বিষয়ে যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন সাজ্জাদ হোসেন বলেন, দু’কারারক্ষী ও পাঁচ/ছয়জন হাজতিকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, ঘটনাটি সামান্য। তবে, আকস্মিকভাবে তাদের একজন কারারক্ষী অ্যালার্ট হুইসেল বাজিয়ে ফেলেন। এতে করে বিষয়টি বড় আকারে রূপ নেয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post