নিজস্ব প্রতিনিধি, যশোর :তীব্র আন্দোলনের মুখে যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ খুকু বিশ্বাস পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
রোববার (১৮ আগস্ট) সকাল ৯ টা থেকে অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে কলেজ ক্যাম্পানে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। একপর্যায় বাধ্য হয়ে দুপুর ২ টা ১৫ মিনিটে অধ্যক্ষ খুকু বিশ্বাস পদত্যাগ করেন।
শিক্ষার্থীরা অভিযোগে জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্টাইপেন্ড ও মেসের টাকা আত্মসাৎ, আউটপাশ, অসুস্থতা এবং জরুরি ছুটি চাইতে গেলে অশ্লিল ব্যবহার, অন্যায়ের প্রতিবাদ করলে ছাত্রত্ব বাতিল, পরীক্ষায় ফেইল করিয়ে দেয়ার কথা বলে ব্লাকমেইল করতেন। শিক্ষার্থীদের অভিভাবক আসলে তার সাথে দুর্ব্যবহারসহ অনিয়ম করতেন অধ্যক্ষ খুকু বিশ্বাস। এসব কারণে এদিন সকাল থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এরপর তিনি পদত্যাগে বাধ্য হন।
অধ্যক্ষ খুকু বিশ্বাস জানান, তিনি কোনো অনিয়মের সাথে জড়িত নন। তাকে চক্রান্ত করে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

Discussion about this post