শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩)’কে গ্রেফতার করেছে পুলিশ।
সে খুলনা থানাধীন চানমারীর ২০ নং ডাঃ আলতাফ হোসেন লেন এলাকার বাসিন্দা মো: মোফাজ্জেল হোসেন খানের ছেলে।
শনিবার রুপসা চানমারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ। সর্বশেষ তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ২৩ ডিসেম্বর খুলনা থানাধীন ৪১ চানমারী বাজার মসজিদ গলিস্থ জনৈক মোহসিন সাহেবের বাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রী খুন হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে লবণচরা থানাধীন মতিয়াখালী ৩য় গলির জনৈক কবির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, মৃত মজিদ শেখের ছেলে ও ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬) বাদী হয়ে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-২৩/১২/২০১৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই/ মোঃ আশরাফুল আলম, তদন্ত শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু (৪৩) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তারপর থেকে উক্ত আসামী অদ্যাবধি পলাতক ছিল।
এরআগে, মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই/ মোঃ আশরাফুল আলম তদন্তশেষে বিজ্ঞ আদালতে উল্লেখিত আসামীর বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করেন (যার নং-১৬৭)।
তারপর বিজ্ঞ মহানগর দায়রা জজ (খুলনা) সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে মামলার আসামী মোঃ মনিরুজ্জামান বাবু’কে যাবজ্জীবন দন্ডাদেশ প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post