Print Date & Time : 24 August 2025 Sunday 10:08 pm

যুবলীগ কর্মীর পায়ের রগ কেটে উল্লাস

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে যুবলীগের নেতা আয়নাল (৪০) এর হাত পায়ের রগ কেটে দিয়েছে কাকিনা ইউনিয়ন যুবদলের নেতা সাধারণ সম্পাদ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রমজান (৪৫) ও তার ভাই শাহ পরাণ (৩৫) সহ চিহ্নিত দূর্বুত্তরা।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে সাড়ে ১১ টায় কাকিনা চৌরাস্তার মোড়ে।

জানা গেছে, যুবলীগ নেতা আয়নাল রাতে বাড়িপাশ কাকিনা চৌরাস্তার মোড়ে এলে তাকে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। রাত হাত ও পায়ের রড কেটে দেয়। গ্রামবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান হতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে জীবনমৃত্যুর সাথে লড়াই করছে। কাকিনায় সরকারের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যর ঘর বরাদ্দের বচসা নিয়ে এই দূর্বৃত্তরা ইউপি মেম্বার ও তার ভাইয়ের নেতৃত্বে হামলা করে। সাবেক এক মন্ত্রীর পুত্রের শ্বশুর বাড়ির লোকজন বিএনপি ও জামাতের রাজনীতির সাথে জড়িত। সেই মন্ত্রীর পুত্রের স্ত্রীর স্বজনরা সরকারি বরাদ্দের ঘর অনৈতিক অর্থের বিনিময়ে বরাদ্দ দিয়েছে। এই অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করেছিল যুবলীগের মাঠ পর্যায়ের নেতা আয়নাল। যার কারণে দূর্বৃত্তরা এই হামলার করে বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
সাবেক এক মন্ত্রী ক্ষমতায় থাকা কালে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় বিএনপি জামাতের নেতাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। তাদের সাঙ্গপাঙ্গরা এখন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে যুবলীগ ও আওয়ামীল নিধনে নেমেছে।
কালীগঞ্জ থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক যুবলীগ নেতা জানান, সাবেক ঐ মন্ত্রীপুত্র বাবার রাজনৈতিক প্রভাবখাটিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। সে বিএনপি ও জামাতকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। সাবেক মন্ত্রীর সাবেক এপিএসের ক্ষমতার দাপটে পরিবারটি ওপেন মাদক সহ নানা অপরাধে জড়িত হয়ে পড়ে। বিষয়াটি ওপেন সিক্রেট। এমন কী সেই সাবেক এপিএসের স্ত্রীর ব্যবহ্নিত প্রাইভেটকারে মাদক উদ্ধার হয়েছিল। শেখ মণির নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। কাকিনার স্থানীয় নেতা কর্মীরা সাবেক মন্ত্রীর অপকর্মের তদন্তপূর্ব বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। তা না হলে চিরতরে হারিয়ে যাবে ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামীলীগ যুবলীগ।

দৈনিক দেশতথ্য//এইচ//