Print Date & Time : 25 August 2025 Monday 5:34 am

যুব সংঘের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী মধ্যপাড়া পাথরখনি এলাকার যুব সংঘ নামের সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন সংগঠনের সদস্যসহ স্থানীয়রা।গতকাল সোমবার সকাল ১০টার দিকে মধ্যপাড়া পাথরখনি সংলগ্ন বউ বাজারের যুব সংঘ চত্বরে প্রতিবাদসভাসহ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন,মজিদুল মন্ডল, শাহিনুর রহমান শাহিন, জুলফিকার আলী, ধেদা মিয়া, মানিক মিয়া, মাহাবুবুর রহমান প্রমুখ।
যুব সংঘের নেতা মজিদুল মন্ডল ও শাহিনুর রহমান শাহিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেড় শতাধিক যুবকদের সমন্বয়ে যুব সংঘ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। যুব সংঘের মানবিক ও সামাজিক কর্মকান্ডে ঈর্শান্বিত হয়ে এলাকার একটি কুচক্রি মহল যুব সংঘের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে রাতের অন্ধকারে কম্পিউটার কম্পোজ করা যুব সংঘের বিরুদ্ধে অপপ্রচারমূলক লিফলেট বেনামে প্রচার করা হয়েছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

দৈনিক দেশতথ্য//এইচ//