র্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠুের লক্ষ্যে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় বরিশাল র্যাব-৮ এর আয়োজনে কুয়াকাটায় শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কুয়াকাটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
তিনি আরও বলেন, ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র্যাব। কিন্তু দেশে আগের মতো এখন আর অবৈধ অস্ত্র নেই।
শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে র্যাব ফোর্সেস এর মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা।”
র্যাবের মহাপরিচালক বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে।
এম খুরশীদ হোসেন আরও বলেন, র্যাব শুধু আইনশৃঙ্খলা কিংবা সন্ত্রাস দমনেই কাজ করেনা। পাশাপাশি মানবিক কাজও করে থাকে। তারই ধারাবাহিকতায় আজ বেলা ১১ টায় পর্যটন এলাকা কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের মীরাবাড়ি সংলগ্ন মাঠে বরিশাল র্যাব-৮ এর আয়োজনে ২০০ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত কন্ঠে সালমা বেগম বলেন, শীতের সময় অনেক কষ্ট হয় আমগো। আমরা অনেক খুশি হইছে৷ আল্লাহর কাছে শুকরিয়া৷
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post