জাহেলি যুগে মানুষ যখন পাপ করতো পাল্লা দিয়ে।তখন পথ ভোলা মানুষকে আলোর পথ দেখাতে হেরা গুহায় নবীর উপর নাযিল করেন মহাগ্রন্থ আল কোরআন। কোরআন নাজিলের প্রথম প্রহরে রাসুলকে যখন কিছুটা ভয়, আশঙ্কা ঘিরে ধরেছিল, এসময় তাকে অভয় দিয়েছিলেন খাদিজা রা.। ইসলাম ও আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেই কোনও বাক্য বিনিময় ছাড়াই রাসুলের কথা বিশ্বাস করে নিয়েছিলেন হজরত আবু বকর রা.। প্রথম দিকে কোরআন লুকিয়ে পড়লেও কোরাইশ নেতাদের হতবাক করে উচ্চ স্বরে কাবার গিলাফের সামনে দাঁড়িয়ে তেলাওয়াতকারী সৌভাগ্যবান সাহাবীর কথা তুলে ধরেছেন আবেদ হোসাইন।
কোরআন নাজিলের প্রথম দিকে কুরাইশরা লিপ্ত ছিল আল্লাহর অবাধ্যতায়, হেন অপরাধ ছিল না যা তারা করতো না। মক্কার এমন ইসলাম বিরোধী ও বৈরি পরিবেশে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে গিয়ে কাফের-মুশরিকদের অকথ্য নির্যাতনের শিকার হতে হয়েছিল আল্লাহর রাসুল ও সাহাবায়ে কেরামকে। সাহাবিদের নিয়ে গোপনে কোরআনের বাণী, আল্লাহ তায়ালার বিধি-বিধান সম্পর্কে জানাতেন আল্লাহর রাসুল। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের বিষয়টি ভাবাও যেত না তখন। ঠিক এমন একদিন কুরাইশদের একেবারে নাকের ডোগায় গিয়ে কোরআন তেলাওয়াত করেন বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)। ইসলামের ইতিহাসে তিনিই সর্বপ্রথম প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেন। কুরাইশ নেতাদের হতবাক করে সবার সামনে বায়তুল্লাহ শরিফে তিনি সুরা আর রহমানের কিছু অংশ তিলাওয়াত করেন।
পির
প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের জন্য অনেক বড় মাশুল দিতে হয়েছিল তাকে। কাবার সামনে জনসম্মুখে কোরআন তেলাওয়াত করার পরই তার ওপর নেমে আসে অকথ্য নির্যাতন। একারণে কুরাইশরা তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর যখন সবাই বলাবলি করলেন— তোমাকে এজন্য না যেতে বলেছি, তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহর কসম! আমি আবারও যাব এবং তাদের সামনে কোরআন পাঠ করব। -(উসদুল গাবাহ, খণ্ড-৩, পৃষ্ঠা ৩৮২) ।ইতিহাসের বর্ণনামতে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হিজরতের ৩৭ বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন। ইসলাম আবির্ভাবের প্রাথমিক যুগেই তিনি ইসলাম গ্রহণ করেন।
রাসুলুল্লাহ (সা.) তাঁর তিলাওয়াতের প্রশংসা করতেন। একবার আল্লাহর রাসুল বলেন, ‘যে কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক তেমন ও সুন্দরভাবে তিলাওয়াত করে খুশি হতে চায়, সে যেন ইবনে উম্মে আবদ (অবদুল্লাহ ইবনে মাসউদ)-এর মতো তিলাওয়াত করে। (মুসনাদে আহমাদ, হাদিস : ৪৩৪০) ।
প্রিন্ট করুন
Discussion about this post