Print Date & Time : 10 May 2025 Saturday 1:42 pm

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক-১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলায় এক নলা একটি বন্দুক পুলিশ সহ ময়েন উদ্দিন(৩৫) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৯নভেম্বর) রাত ১১ টার সময় তাকে আটক করে। আটক ময়েন উদ্দিন যতারপুর গ্রামে জমির বিশ্বাসের ছেলে।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, ময়েন উদ্দিন সবরক্ষণ করে রেখেছি এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। ময়েন উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ গ্রামের মাঠে পান বরজের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

আটককৃত ময়েন উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পূর্বক মেহেরপুর জেলা আদালতে পাঠানো হবে।