Print Date & Time : 13 September 2025 Saturday 10:05 pm

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে দুইদিনের পিঠা উৎসব

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে দুইদিনের পিঠা উৎসবে উৎসব মুখর উচ্ছাসে মেতেছে পুরো ক্যাম্পাস।

শনিবার সকাল দশটায় দুইদিনের এই পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.শাহজাহান আলী।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রাস্টি সদস্য মো. মনিরুজ্জামান ও মো. জুলফিকার আলী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা: ইসমত আরা খাতুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর নুূর উদদীন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাংলা বিভাগের প্রধান পিঠা উৎসব-২০২৩র আয়োজক কমিটির আহবায়ক এস এম হাসিবুর রশিদ তামিম, রোভার স্কাউট সম্পাদক এম এ গাফফার মিঠু, মিডিয়া রিলেশন অফিসার মো. কারশেদ আলম, প্রমোশন অফিসার ইমাম মেহেদী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। দুইদিনের এই পিঠা উৎসব চলবে শেষ হবে রবিবার বিকেল ০৫ টায়।

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান বলেন,‘আমরা যেভাবেই বলিনা কেনো, বাংলাদেশের অর্থনীতি, আর্ত-সামাজিক কাঠামো, শিল্প সাংস্কৃতি সবকিছুই গড়ে উঠেছে কৃষিকে ভিত্তি করে। অদ্যবধি যা কিছুই সৃষ্টি হয়েছে তার মূল আধার হলো আবহমান কালের ঐতিহ্য সমৃদ্ধ কৃষি। এটাই ছিলো বাংলার প্রকৃতি ও রূপ। কিন্তু কালের আবর্তে আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনে অভ্যস্ত হয়ে উঠায় অনেক কিছুই বিলুপ্তির মুখে। সে বিষয়টির অনুধাবন থেকে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এই পিঠা উৎসবের আয়োজন করেছে। এর মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে চাই যে আগামী প্রজন্ম যেনো শ্বাশ্বত: বাংলার ঐতিহ্যকে রক্ষা করার তাগিদ থেকে এগিয়ে আসে’।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,২১ জানুয়ারি ২০২৩