নিজস্ব প্রতিবেদক :
রাজধানী বাড্ডা সাতারকুল (পুকুরপাড়) এলাকার এক ব্যাবসায়ী উদ্যোক্তাকে মামলায় জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। ওই উদ্যোক্তাকে ব্যবসায়ীক কর্মকান্ড থেকে দূরে সরিয়ে রাখতে স্থানীয় একটি চক্র অন্যান্যদের সাথে তাকেও অভিযুক্ত হিসেবে প্রাথমিক তথ্য বিবরণীতে নাম লিপিবদ্ধ করছে।
হয়রানির শিকার উদ্যোক্তা মো. আফতাব উদ্দিন (৪৩)রাজধানী ঢাকার বাড্ডা থানার সাতারকুল (পুকুরপাড়) এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।
উদ্যোক্তা, তার পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, “আফতাব ফার্ণিচার এড ডোর” নামে তাঁর একটি ব্যসাীয় প্রতিষ্ঠান রয়েছে। আফতাব উদ্দিন এ যাবৎকাল কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত নন। তিনি এলাকায় জায়গা ভাড়া নিয়ে স্থাপনা ও দোকানপাট নির্মাণ করেন। সেখানে দরজা, জানালা তৈরী করে স্থানীয়ভাবে বিক্রি করেন। এছাড়াও বিভিন্ন বসত বাড়ীতে ইন্টেরিয়র ডিজাইন স্থাপন করেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে ১০ জন বেতনভুক্ত কর্মচারী পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছে। একাডেমিক শিক্ষায় বেশি দূর এগিয়ে যেতে না পারলেও আনুমাণিক ২০ বছর বয়স থেকে সফলতার সাথে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ব্যবসা করে আসছেন। বেশ কয়েক বছর যাবত এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত লাভের পর কিছু অসৎ মানুষের কাছে তিনি ঈর্ষার পাত্র হয়ে যান। এলাকার অসৎ কিছু লোক ঈর্ষার বশবর্তী ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে হত্যা মামলায় জড়িয়ে দিচ্ছে। অচিরেই আরও মামলায় জড়িয়ে তাকে উদ্যোক্তা হওয়ার বা ব্যবসা করার শখ মিটিয়ে দিবে বলেও অসৎ চক্রটি হুমকি দিচ্ছে। হুমকিদাতাদের বিরুদ্ধে ভয়ে তিনি বা তার স্বজনেরা থানায় সাধারণ ডায়েরী করতে পারছেন না। চলতি বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাড্ডা এলাকায় হতাহতের ঘটনায় তাকে মামলায় জড়ানো হয়েছে। ভবিষ্যতেও একাধিক মামলায় তাকে জড়ানো হবে বলে হুমকি অব্যাহত রেখেছে চক্রটি।
কিন্তু মামলার বিবরণীতে দেখা যায় আফতাব উদ্দিনের বাবার নাম আশরাফ উদ্দিন। একজন উদ্যোক্তাকে দলীয় তকমা লাগিয়ে হয়রানির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা উদ্যোক্তা আফতাব উদ্দিনকে মামলা থেকে অব্যাহতির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী আফতাব উদ্দিন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। তিনি একজন ব্যবসায়ী।
একই ওয়ার্ডের স্থানীয় বিএনপি ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাঈম বলেন, তিনি কেন, তার পরিবারের কেউ কেনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। আমার জানামতে আফতাব উদ্দিন একজন ভাল মানুষ।
এ ব্যাপারে মামলার বাদী ফরিদপুর জেলার নগরকান্দা থানার খালিশাডুবি গ্রামের মৃত ইনসুর মাতব্বরের ছেলে হাসিবুল হাসান লাবলুর কাছে আফতাব উদ্দিনের পরিচিতির ব্যাপারে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে পাল্টা প্রশ্ন করে বলেন, “আপনি আফতাব উদ্দিনকে চেনেন কি না ? আমি তাকে চিনি তার বাবার নাম আফছার উদ্দিন।” এ কথা বলেই তিনি মুঠোফোনের লাইন কেটে দেন।