বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকালে শহরে পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে সুজনের সভাপতি আমিনুর রহমান টুকু, মানবাধিকার কর্মী হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক সুষেন্দু কুমার ভৌমিক, কাজী আব্দুর রাজ্জাক, মাহমুদ হোসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সকল দলগুলোতে সংলাপ ও সমঝোতার আহবান জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ আগস্ট ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post