Print Date & Time : 12 May 2025 Monday 11:08 pm

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত-৩

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) রাত পৌ‌নে ১২টার দিকে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইস‌াহাক শেখ (৩৫) ও তার মে‌য়ে শিখা (১৪)। তারা ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার প‌থে মারা যান ইস‌াহাকের ছে‌লে আব্দুল মা‌লেক (০৫)। এছাড়া এ ঘটনায় আহত হ‌য়ে হাসপাতালে ভর্তি আছেন ইসাহাক শে‌খের স্ত্রী।

নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চরশহিদপুর গ্রামে। নিহত ইসহাক শেখ সাভারের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

পাংশা হাইও‌য়ে থানার ওসি লিয়াকত আলী জানান, র‌াজবাড়ীর দৌলত‌দিয়া থে‌কে ছে‌ড়ে আসা মা‌হেন্দ্রা (ত্রি হুইলার) রাত পৌ‌নে ১২টার দি‌কে পাংশা আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি গা‌ড়ির সঙ্গে সংঘর্ষে হ‌য়ে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

ওসি ব‌লেন, ঘাতক গা‌ড়ি‌টি শনাক্ত ক‌রে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চল‌ছে। এ বিষ‌য়ে ম‌ামলা দা‌য়ের প্রস্তু‌তিও নেয়া হচ্ছে।