অনুমতি ছাড়া রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার দুপুর ১২টা থেকে রাজবাড়ী-কুষ্টিয়া সহ সব রুটেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানায় কুষ্টিয়া বাস মালিক নেতারা।
এদিকে দু’দিন দুরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকায় রাজবাড়ীসহ ঢাকা,কুষ্টিয়া ও ফরিদপুরে চলাচলরত যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি অটোরিকসায় গন্তব্যে যাচ্ছেন তারা।
এ বিষয়ে কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক হাসান আবুল ফজল সেলিম জানান, বাস বন্ধের বিষটি আমাদের না রাজবাড়ীর সাথে ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনের দ্বন্দ্বে বাস বন্ধ রয়েছে ,তবে আজ সমঝোতায় বসেছেন বলে জানতে পেরেছি। আশা করি আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৮ জুন ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post