Print Date & Time : 22 August 2025 Friday 4:54 pm

রাজশাহীতে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সকল শিক্ষককে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বারকলিপি প্রদান করা হয়।
রোববার (২৫ আগষ্ট) সকালে উপজেলার জোতরাঘব উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, গড়গড়ি ইউনিয়নের জোতরাঘব উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম রবির পদত্যাগের দাবিতে রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সকল শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে।
পরে সেনাবাহিনীর সদস্য ও বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করে শিক্ষকদের মুক্ত করে। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অধ্যক্ষ রবিউল ইসলাম রবির পদত্যাগের দাবিতে স্বারকলিপি প্রদান করে।

এ বিষয়ে জোতরাঘব উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক আবদুল মজিদ বলেন, রোববার সকাল ১০টার দিকে এ্যাসেম্বলি শেষ হয়। শিক্ষকরা যারযার মতো ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শিক্ষার্থীরা সকল ক্লাসরুম থেকে বের হয়ে শিক্ষকদের রুমে তালা লাগিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করে। আমরা নিরুপায় হয়ে পড়ি। কোন উপায় না পেয়ে বাঘা থানাকে অবগত করা হয়। সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করে শিক্ষকদের অবরুদ্ধ থেকে মুক্ত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, জোতরাঘব উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আমার কাছে একটি স্বারকলিপি দিয়েছে। আমি শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।