Print Date & Time : 25 August 2025 Monday 3:30 am

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২১

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে ২১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
এর মধ্যে মহানগরীতে ৮ ও জেলায় ১৩ জন। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে বোয়ালিয়া থানা এলাকায় একজন, রাজপাড়া থানায় দুইজন, শাহমুখদুম থানায় দুইজন, পবা থানায় একজন, দামকুড়া থানায় একজন এবং চন্দ্রিমা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগ কর্মী হালিম শেখ (৫২), শরিফুল ইসলাম (৪৫), শওকত হোসেন রবু (৫০), মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিযাম আলী রুপম (২৮), শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল (২৬), ছাত্রলীগ কর্মী রাজু শেখ (২৫), নওহাটা পৌরসভা তাঁতিলীগের সভাপতি আনোয়ার খান (৫২), নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন (৪০)।

অপরদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।