Print Date & Time : 12 September 2025 Friday 4:42 pm

রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজশাহীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসীরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজশাহী মহানগরীর কাঁটাখালী থানার চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার নাম নয়ন আলী (৪২)। সে ওই এলাকার জালালের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, কাঁটাখালী থানাধীন চরশ্যামপুর মাদক ব্যবসায়ী নয়ন আলীর বাড়ী তল্লাশি করে ২টি ওয়ান শুটারগান, ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

র‌্যাব আরো জানায়, নয়ন আলী রাজশাহীর একজন শীর্ষ সন্ত্রাসী। সে নির্বাচন পূর্বকালীন নাশকতার উদ্দেশ্যে ও আধিপত্য বিস্তার এবং সমাজে ভীতিকর ও সন্ত্রাসী কার্যকলাপ সংঘটনের উদ্দেশ্যে অবৈধভাবে এগুলো নিজের হেফাজতে ও নিয়ন্ত্রণে রেখেছিল। তার নামে পূর্বে ৫ টি মামলা আছে।

গ্রেপ্তারকৃত নয়ন আলীর বিরুদ্ধে মহানগরীর কাঁটাখালী থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে বলে র‌্যাব জানায়।

দৈনিক দেশতথ্য//এইচ//