মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
বালাদেশের টেনিস খেলোয়াড় জারিফ আবরার আইটিএফ জুনিয়র টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন।
সেই সঙ্গে গড়েছেন ইতিহাসও। এর আগে বাংলাদেশের কোন টেনিস খেলোয়াড় আইটিএফ এর কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেননি।
বালক এককের ফাইনালে টপসিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে ইতিহাস গড়েন বাংলাদেশের এই তারকা টেনিস খেলোয়াড়।
শুক্রবার ( ১০ অক্টোবর) সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অনূর্ধ্ব-১৮ টেনিস টুর্নমেন্টের বালক একক ও বালিকা এককের দু’টি ফাইনাল অনুষ্ঠিত হয়। ২ নম্বর কোর্টে বাংলাদেশের জারিফ আবরার সরাসরি ২-০(৭-৬)( ৩) (৬-৪) সেটে থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। হাড্ডাহাড্ডি এ ফাইনালে জারিফ আবরার শেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতে নেন। বালিকাদের ফাইনালটিও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ ঘন্টার এ ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। তিনি দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতলে ম্যাচ তৃতীয় সেটে গড়ায়। শেষ সেটে জিজি ইয়ান কোন আসাল আজিমকে কোন প্রতিরোধ গড়তে দেননি। জিজি ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্সের এডহক কমিটির অহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

Discussion about this post