Print Date & Time : 26 August 2025 Tuesday 2:17 pm

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণ, ২ শিশু আহত

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে।আহত দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, টিকাপাড়ার আলমগীর হোসেনের সাত বছর বয়সের ছেলে আব্দুল্লাহ ও শাহীন আলীর আট বছরের মেয়ে সাবা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় বিকট শব্দে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে লোকজন গিয়ে সেখান থেকে আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালের জরুরি বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।

খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে সেখান থেকে ১০টি তাজা হাত বোমা উদ্ধার করে। এর মধ্যে একটি কার্টুনে ৮টি ও ময়লার ভিতর দুইটি পড়ে ছিল। স্থানীয়রা ধারণা করছেন, কোটা আন্দোলনের সময় এই হাত বোমাগুলো তৈরি করা হয়েছিল। পরে ব্যবহৃত না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।

দেশতথ্য//এইচ//