মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব ১৫ ফুটবল এর বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩নভেম্বর) বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসুচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন স্কুল ও ৯টি উপজেলা থেকে প্রায় ১৫০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করেন।
এর মধ্যে ৩০ জনকে বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়্ড়াদের দীর্ঘ মেয়াদী অনুশীলনের মাধ্যমে ৬ জনকে বিভাগের বাছাই পর্বে অংশগ্রহণের জন্য প্রেরণ করা হবে ও বিভাগীয় বাছাই পর্বে উত্তীর্ণ হলে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।
জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাছাই প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহিনুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এটিএম গোলাম মাহবুব, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান রেজা তালুকদার ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সদস্য এবং রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন। এছাড়াও ক্রীড়া পরিদপ্তর,ঢাকা ও বিভিন্ন উপজেলা থেকে আগত কোচ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Discussion about this post