রাজশাহী মেট্রোপলিটান পুলিশ পৃথক অভিযানে ২১ জনকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় আরএমপি কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৮ ডিসে¤ম্বর) মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা-তিনজন, রাজপাড়া থানা-দু’জন, চন্দ্রিমা থানা-ছয়জন, মতিহার থানা-একজন, কাঁটাখালী থানা-একজন, বেলপুকুর থানা-একজন, শাহমখদুম থানা-দু’জন, পবা থানা-দু’জন, কাশিয়াডাঙ্গা থানা-দু’জন ও দামকুড়া থানা-একজনকে আটক করে।
যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ ডিসেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post