Print Date & Time : 15 March 2025 Saturday 3:16 am

রাজশাহীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে মজুমদার একাডেমি

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি :

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বাজশাহী বিভাগীয় পর্যায়ের ফাইনালে উন্নীত হয়েছে পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমি।

শুক্রবার (১৪ মার্চ) রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে তন্ময়ের বিধ্বংসী বোলিংয়ে রাধানগর মজুমদার একাডেমি ৮ উইকেটের বড় ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিমোহন গভঃ হাই স্কুলকে পরাাজিত করে ফাইনালে উঠে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিমোহন গভঃ হাই স্কুল টসে জিতে ব্যাট করতে নেমে ১২.২ ওভারে মাত্র ২৫ রানেই সকলে আউট হয়ে যায়। দলের পক্ষে আতিক হাসান সর্বোচ্চ ৯ রান করেন।

বিপক্ষ দলের পক্ষে তন্ময় ৮ রানে ৬ টি ও রিফাত ১৬ রানে ৪ টি উইকেট নেন। জবাবে পাবনা জেলার রাধানগর মজুমদার একাডেমি ব্যাট করতে নেমে মাত্র ৪.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে দলের জন্য প্রয়োজনীয় ২৬ রান সংগ্রহ করে ৮ উইকেটে জয়লাভ করে ফাইনালে উন্নীত হয়।

দলের পক্ষে তামিম শেখ অপরাজিত ১০ রান করেন। বিপক্ষে তামিম আহমেদ ১১ রানে ২টি উইকেট নেন।