Print Date & Time : 4 July 2025 Friday 1:57 pm

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত

মো. ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাস এবং অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে জেলার পবা উপজেলার হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারমিন (২৫) পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।

দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এম/দৈনিক দেশতথ্য//