Print Date & Time : 25 August 2025 Monday 1:16 am

রাজশাহীতে মহান স্বাধীনতা দিবস পালিত

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এতে সালাম ও অভিবাদন গ্রহণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। কুচকাওয়াজে আইনশৃংখলা বাহিনীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে রাজশাহীর সিএ্যান্ডবি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর মুরাল, রাজশাহী কলেজ, ভূবন মোহন পার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় একাত্তরের বীর শহীদদের সকল রাজনৈতিক, সামাজকি, সাংস্কৃতকি ও স্বেচ্ছাসেবেী সংগঠনরের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা, জাতীয় শ্রমিক লীগ, মহানগর যুবলীগ,মহানগর যুব মহিলা লীগ ও রাজশাহী মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিন সকাল ১১টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে ও রাসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নগরীর সিএন্ডবিতে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে,সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন ও শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ৫৪তম মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু করে।

দৈনিক দেশতথ্য//এইচ//