Print Date & Time : 25 August 2025 Monday 10:44 pm

রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ৬

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর র‌্যাব-৫ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই ও গাঁজা সেবনের অভিযোগে আরো চারজনকে গ্রেফতার করেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডিবাগানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নগরীর লক্ষীপুর আইডি বাগনপাড়া এলাকার হাবিব ওরফে দুলুর ছেলে রতন আলী (৩৯), দাসপুকুর এলাকার সাইফুল ইসলামের ছেলে মৃদুল (২২)। মাদক সেবীরা হলো নগরীর লক্ষীপুর আইডি কোয়ার্টার এলাকার খন্দকার সামশুল আলমের ছেলে শাকিল হোসেন পলাশ (৪৬), বিলশিমলা এলাকার শাকিল (২৪), রাকিব (২২), দুলু শেখ (৬৭)। এদের বাড়ি নগরীর বাকীর মোড় বাগানপাড়া এলাকায়।

অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে গাঁজা সেবন ও বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//