Print Date & Time : 20 July 2025 Sunday 9:19 am

রাজশাহীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মো. ফয়সাল আলম, রাজশাহী প্রতিনিধি : কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজশাহীর রেলগেট ২ ঘন্টাব্যাপী অবরোধ করা হয। রাজশাহী পলিটেকনিক, মহিলা পলিটেকনিক্যাল ও সার্ভে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।

এ আন্দোলনের ফলে আশপাশের সড়কগুলো বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জনগণের দুর্ভোগ বেড়ে যায়। দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অবরোধের পর ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বেলা ২টার দিকে রাস্তার এক পাশ খুলে দেওয়া হয়।

তারা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোন বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি হতে পাশকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।

বোয়লিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ থেকে সরাতে তারা কাজ করেছেন। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনা সদস্যরাও ছিল। যে গাড়িগুলো আটকা পড়েছিল রাস্তার এক পাশ খুলে দিয়ে সেগুলো যেতে দেওয়া হয়েছে।

এম/দৈনিক দেশতথ্য//