Print Date & Time : 29 August 2025 Friday 6:09 am

রাজশাহীতে সংবাদপত্র ব্যবসার অগ্রদূত হেকমত উল্লাহ আর নেই

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও রেলওয়ে বুক স্টলের প্রতিষ্ঠাতা মো. হেকমত উল্লাহ আর নেই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে রামেকে ভর্তি করা হয়।

তাঁর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান, বাবার মরদেহ হাসপাতাল থেকে নগরের মীরের চক এলাকার নিজ বাড়িতে আনা হয়েছে। বৃহস্পতিবার এশার নামাজের পর নগরের টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হবে।

রাজশাহীতে সংবাদপত্র সরবরাহের অগ্রদূত হিসেবে হেকমত উল্লাহ দীর্ঘ ৫৭ বছর ধরে রেলওয়ে বুক স্টলের মাধ্যমে সংবাদপত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তবে বয়সজনিত কারণে কয়েক বছর ধরে তিনি সরাসরি ব্যবসার কাজে সক্রিয় ছিলেন না। বর্তমানে তাঁর ছেলে শহীদুল্লাহ সাঈদ প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।

মো. হেকমত উল্লাহর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক সমাজ, সংবাদপত্র ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।