Print Date & Time : 10 May 2025 Saturday 4:14 am

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অধ্যক্ষ

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জুবায়ের (৪৫) নামের এক অধ্যক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোজ্জামেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মোটরসাইকেল আরোহী নিহত জুবায়ের (৪৫) নাটোর গুরুদাসপুর মাহাফুজুর রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ ও নাটোর সদরের বাসিন্দা ছিলেন। নাটোর সদরের মোকসেদের ছেলে আব্দুল খালেক আহত হন।

জানা যায়, রাজশাহীতে স্ব্যস্থ্য বিষয়ক একটি সেমিনার শেষ করে শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাঁরা ইয়ামাহা কোম্পানির (নাটোর-হ ১২-৯৯১৬) মোটরসাইকেল নিয়ে রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে বানেশ্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে পাথরবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের পেছনে থাকা অধ্যপক জুবায়ের সড়কের উপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ ও গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যান।