নগরীর নওদাপাড়া এলাকায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
(২৯ নভেম্বর) বুধবার রাত সোয়া ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর নওদাপাড়া এলাকার শামসুল আলম সেলিমের মেসার্স মুনিফ এন্টার প্রাইজ নামের একটি দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে রড, সিমেন্ট, হার্ডওয়ার সামগ্রি, স্যানিটারি, গ্যাস সিলিন্ডার, রংসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। আগুনে রং এর কৌটা বিস্ফোরনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post