Print Date & Time : 5 July 2025 Saturday 4:20 am

রাজশাহীতে হানিফ পরিবহনকে জরিমানা

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়।
বিআরটিএ এর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

আলপনা ইয়াসমিন বলেন,‌‌‘অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হনিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে লেখা আছে ৮২০ টাকা। কিন্তু নন এসি ভাড়া হবে ৬৯০ টাকা।

তিনি বলেন,এছাড়াও অনেক যাত্রীর কাছে থেকে ৯০০ থেকে এক হাজার টাকার বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

এ বিষয়ে হানিফ কাউন্টারের দায়িত্বরতদের সাথে যোগাযোগ করা হলে তারা সরাসরি তা অস্বীকার করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন হানিফ পরিবহনের চারটি গাড়িকে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৩৪ ও ১০২ ধারার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষনিক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।এর আগে ভাড়ার চার্ট না টাঙানো ও বেশি ভাড়া নেওয়ার অভিযোগে হনিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিলো।

এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজ পত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিআরটিএ এর কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।