Print Date & Time : 28 August 2025 Thursday 1:43 pm

রাজশাহীতে ১০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আগুনে প্রায় ১০ বিঘার পানের বরজ পুড়ে গেছে।

রোববার (১৯ মে) বিকেল ৫টায় উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ১০ জন কৃষকের প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গোছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি কাজ করেছে দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত পান চাষিরা জানান, বিকেল ৫টায় পানের বরজে হঠাৎ করে আগুন লাগে। পাশাপাশি বরজ হওয়ায় একে একে পান বরজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্য ও মাঠে থাকা লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও একটি জমিরও পান বরজ রক্ষা করতে পারেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার শাহিনুল ইসলাম জানান, আগুন খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, রাজশাহীতে টানা তাপপ্রবাহ চলে আসছে। এ কারণে আগুন ধরার সাথে সাথে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
জানা যায়, স্থানীয়রা ওই মাঠে কাজ করছিলেন। দুপুরে বিশ্রাম নেয়ার সময় তারা ধূমপান করেছিলেন। ধারণা করা হচ্ছে, সিগারেট বা বিড়ির আগুন থেকে পানের বরজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

দৈনিক দেশতথ্য//এইচ//