Print Date & Time : 24 August 2025 Sunday 10:26 am

রাজশাহীতে ২ আসামি গ্রেপ্তার

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো- লিটু আহমেদ ও মাসুম আলী। লিটু নগরীর কর্ণহার থানার সাইরপুকুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও মাসুম একই থানার দেবরপাড়ার মাসুদ রানার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আসামি লিটু ও মাসুদের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের আলাদা দু’টি মামলায় তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা কর্ণহার থানায় মুলতবি ছিল।
রোববার (৭ এপ্রিল) রাত সোয়া ১১ টায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আসামি লিটুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে রোববার দিনগত রাত দেড়টায় অভিযান চালিয়ে আসামি মাসুম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//